Site icon Jamuna Television

ভুয়া নামে জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ, একজনের কারাদণ্ড

নাম পরিবর্তন করে জেডিসি পরীক্ষায় অংশ নেয়ার অপরাধে নওগাঁর সাপাহারে এক ভুয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন জানান, জেডিসি পরীক্ষায় সাপাহার সরফতুল্লা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অন্যের হয়ে নাম পরিবর্তন করে পরীক্ষা দিচ্ছিলো মনিরুল নামে এক যুবক। ঘটনা জানাজানি হলে তাকে আটক করা হয়। পরে ঘটনার সত্যতা পাওয়া গেলে মনিরুল কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এরপর তাকে জেল হাজতে পাঠানো হয়।

দণ্ডাদেশ প্রাপ্ত মনিরুল স্থানীয় পাতাড়ী গ্রামের দুরুলহোদার ছেলে। সে সাপাহার ডিগ্রী কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

Exit mobile version