Site icon Jamuna Television

খেলা দেখতে দিল্লি গেলেন বিসিবি সভাপতি

খেলা দেখতে দিল্লি গিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এ সময় তার সাথে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিমানে বোর্ড সভাপতির সাথে দেখা হয় বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স ফোরামের সদস্যদের।

বোর্ড সভাপতিকে কাছে পেয়ে ছবি তুলে রাখার লোভ সামলাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটের এই একনিষ্ঠ সমর্থকরা। বোর্ড সভাপতিও তাদের সাথে কুশল বিনিময় করেন।

আগামীকাল ৩ নভেম্বর সন্ধ্যায় দিল্লিতে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা। জুয়াড়ির কাছ থেকে পাওয়া প্রস্তাব গোপন করায় টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তার অবর্তমানে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Exit mobile version