Site icon Jamuna Television

অধ্যক্ষকে পুকুরে ফেলে দিল ছাত্রলীগ নেতাকর্মীরা

রাজশাহী প্রতিনিধি:

দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত দুই ছাত্রের ফরম পূরণ করার অন্যায্য দাবি না মানায় রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে পুকুরে ফেলে দিয়েছে ক্যাম্পাস ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শনিবার দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে নিজ কার্যালয়ে যাওয়ার সময় ছাত্রলীগ কর্মীরা সংঘবদ্ধভাবে তাকে আটক করে পুকুরের পানিতে নিক্ষেপ করে।

অধ্যক্ষ জানান, ক্লাসে উপস্থিতি কম থাকায় দুই ছাত্রের ফরম পূরণে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। সকালে ছাত্রলীগ কর্মীরা ঐ দুই ছাত্রের ফরম পূরণ করানোর জন্য তার অফিসে যায়। তিনি এ বিষয়ে বিভাগীয় প্রধানের কাছে যেতে বললে অশালীন মন্তব্য করে বের হয়ে যায় ছাত্রলীগ কর্মীরা। পরে নামাজ শেষে অফিসে আসার সময় কম্পিউটার বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী কামাল হোসেন সৌরভ সহ সংঘবদ্ধরা পথ আটকে তাকে পুকুরের পানিতে নিক্ষেপ করে। ’

অধ্যক্ষের দাবি, সাঁতার জানার কারণে তিনি এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছেন।

পুলিশ জানিয়েছে অধ্যক্ষ এজাহার জমা দিলে মামলা গ্রহণ করা হবে এবং সিসিটিভির ভিডিও দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version