Site icon Jamuna Television

জেলহত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফাইল ফটো

জেলহত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে যান প্রধানমন্ত্রী। ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির জনকের প্রতিকৃতিতে। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবেও দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

শ্রদ্ধা জ্ঞাপনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের খুনিরা একই চক্রের। পলাতক সব খুনিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

Exit mobile version