Site icon Jamuna Television

ঢাবির উপাচার্য হিসেবে পুনর্নিয়োগ পেলেন ড. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে আরও ৪ বছরের জন্য স্থায়ীভাবে উপাচার্য হিসেবে পুনর্নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। ১৯৭৩ এর আর্টিকেল ১১ এর (১) অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ এই নিয়োগ দিয়েছেন।

এর আগে, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ অধ্যাপক ড. আখতারুজ্জামানকে নিজ ক্ষমতাবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮-তম উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

গত ৩১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল ভিসি প্যানেল চূড়ান্ত করে। এদিন বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে নীলদলের প্যানেল নির্বাচিত হয়। প্যানেলে থাকা নীল দলের তিনজন ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল।

Exit mobile version