Site icon Jamuna Television

বুড়িগঙ্গার পর দূষণের পথে ধলেশ্বরী: নৌমন্ত্রী

বুড়িগঙ্গা দূষিত হওয়ার পর এবার ধলেশ্বরী নদীর পানিও দূষণের পথে বলে জনান নৌমন্ত্রী শাজাহান খান। দূষণরোধে ট্যানারি মালিকদের মানসিকতা পরিবর্তন করার পরামর্শ দেন তিনি।

বুধবার সকালে প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, নদী খননের বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সারা দেশে ২৪,০০০ কিলোমিটার নদী পথের মধ্যে শুষ্ক মৌসুমে ৩,৪০০ কিলোমিটার নদীর কোন গতিপথ ছিল না। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় ১,৩০০ কিলোমিটার নদীপথ সচল করা হয়েছে।

খাল উদ্ধারের কাজও এগিয়ে চলছে, তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে পরিকল্পনা বাস্তবায়ন প্রলম্বিত হচ্ছে। বর্তমানে যে ড্রেজার মেশিন আছে, যা  প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত উল্লেখ করে নদী খননে কার্যকরী পদক্ষেপের জন্য আর প্রায় ২শ’টি ড্রেজার মেশিনের প্রয়োজনের কথা জানান নৌমন্ত্রী।

যমুনা অনলাইন: এএস/টিএফ

 

Exit mobile version