Site icon Jamuna Television

দিল্লির আবহাওয়ার নাটকীয় পরিবর্তন, খেলা হবে

বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির প্রথম ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দিনভর শঙ্কা ছিল। সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়ানোর কথা ছিল ম্যাচটি। তবে, শেষ বিকেল থেকেই নাটকীয়ভাবে ভালো হতে শুরু করেছে দিল্লির আবহাওয়া। আকাশে কুয়াশা ও ধোঁয়ার প্রভাব কিছুটা কমেছে।

এমনিতেই পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীর মধ্যে অন্যতম ভারতের রাজধানী দিল্লী। গত কিছুদিন ধরে এখানকার বায়ুদূষণ মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছেছে। একিউআই তথা এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী শূন্য থেকে ৫০ পর্যন্ত থাকা মানের বাতাসের মান খুবই ভালো। আর ৩০১ থেকে ৫০০ এর মধ্যে একিউআই থাকলে তা চরম ক্ষতিকর।

রোববার ১০টায় দিল্লিতে একিউআই রেকর্ড করা হয় ৬২৫, এবং সকাল ১১ টায় তা বেড়ে গিয়ে দাঁড়ায় ৮৩২ এ। সারাদিনে ৩৭টি ফ্লাইট দিল্লি থেকে সরিয়ে দেয়া হয়েছে

দিনভার ভারতের একাধিক গণমাধ্যমের পূর্বাভাস ছিল, ভেস্তে যেতে পারে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি।

Exit mobile version