Site icon Jamuna Television

যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্বামী পলাতক

নোয়াখালীতে যৌতুকের জন্য এক সন্তানের জননী সাহিদা ইসলাম দিপু ওরফে পারুল (২৩), নামে এক গৃহবধূকে দা দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে স্বামী। রোববার (৩ নভেম্বর) সকাল ৬টার দিকে নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বক্তার পোল সংলগ্ন খালেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে বাড়ির লোকজন ওই গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা অভিযুক্ত গৃহবধূর স্বামী নিজাম উদ্দিন (৩৬) পলাতক রয়েছে। সে অশ্বদিয়া ইউনিয়নের খালেক মিয়ার ছেলে।

গৃহবধূর মা রেজিয়া বেগম জানান, গত ১১ বছর আগে খালেক মিয়ার ছেলে সিএনজি ড্রাইভার নিজামের সাথে মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকে সে বিভিন্ন অজুহাতে মেয়েকে মারধর করতো। সর্বশেষ আজ সকালে যৌতুকের টাকার জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমার মেয়ে দা দিয়ে গলা গেটে হত্যার চেষ্টা করে।

এ বিষয়ে সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীন হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Exit mobile version