Site icon Jamuna Television

আমিনুলের জোড়া আঘাত

শফিউল ইসলামের পর ভারত শিবিরে আমিনুল ইসলামের আঘাত। ম্যাচের প্রথম ওভারে রোহিত শর্মাকে শফিউল এলবিডব্লিউ’র ফাঁদে ফেলার পর ৬.৩-তম ওভারে লোকেশ রাহুলকে তুলে নেন আমিনুল বিপ্লব। ৪ ওভার পর আবারও আমিনুলের আঘাত। শেখর ধাওয়ানের সাথে জুটি গড়ে তোলা স্রেয়াস আয়ারকে অভিষিক্ত নাঈমের তালুবন্দি করে ফেরান।

এর আগে, প্রথম বলেই বাউন্ডারি খেয়ে শুরু করা শফিউল ওভারের শেষ বলেই সাফল্য এনে দেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে ইনিংসের প্রথম ওভারে ফেরান তিনি। দলীয় মাত্র ১০ রানে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক।

এর আগে, ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। দিল্লির বায়ু দূষণের মধ্যেই সকল সংশয় উড়িয়ে দিয়ে হচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচ।

টাইগারদের এই গুরুত্বপূর্ণ সিরিজে দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে না জানানোর কারণে আইসিসি সাকিবকে নিষিদ্ধ করে। অন্যদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সাকিব-তামিম ছাড়াই খেলতে হচ্ছে মাহমুদউল্লাহদের।

Exit mobile version