Site icon Jamuna Television

নারায়ণগঞ্জের এসপি হারুনকে বদলি

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদকে বদলি করে ঢাকার পুলিশ অধিদফতরের পুলিশ সুপার টিআর পদে সংযুক্ত করা হয়েছে। আজ রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রাম মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা- আবদুল হাসেম, মাতা-জহুরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেন হারুন অর রশীদ। হারুন অর রশিদ ৩ বার বিপিএম ও ২ বার পিপিএম পদক পেয়েছেন।

Exit mobile version