Site icon Jamuna Television

চবির প্রথম নারী ভিসি ড. শিরীন আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীন আখতার।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৩ জুন ড. শিরীন আখতারকে ভিসি হিসেবে রুটিন দায়িত্ব দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী প্রো-ভিসি হিসেবে নিয়োগও পান তিনি।

ড. শিরীন আখতার বাংলাদেশ নির্বাচন কমিশন সার্চ কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন। তার পিতা মরহুম আফসার কামাল চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোদ্ধা।

Exit mobile version