Site icon Jamuna Television

রাজশাহী পলিটেকনিকে ছাত্রলীগের সব ধরনের সাংগাঠনিক কার্যক্রম স্থগিত

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সব ধরনের সাংগাঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই সাথে ইনস্টিটিউট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে অধ্যক্ষের সাথে অপ্রীতিকর ঘটনা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে দলথেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, দু’জন শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষার ফরম ফিলাপের সুযোগ না দেয়ায় শনিবার সকাল ১১টার দিকে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে পুকুরে ফেলে দেয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা করেন অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদ। তবে মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।

Exit mobile version