Site icon Jamuna Television

খালেদা জিয়া নোটিশ প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: আওয়ামী লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলন থেকে এমন হুমকি দিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন- বিএনপি নেত্রীর দুর্নীতির তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে বেরিয়ে আসায় জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই এই নোটিশ। তাছাড়া, জিয়া পরিবারের দুর্নীতি সর্বজনবিদিত।

মানহানিকর বিবৃতি দেয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠানোর প্রেক্ষিতে বিকালে সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ। সেখানে প্রচার সম্পাদক হাছান মাহমুদ ছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য  মতিয়া চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতিতে হাছান মাহমুদ আরও বলেন-  খালেদা জিয়ার আমলে বাংলাদেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রের ২ লাখ কোটি টাকার ক্ষতি করেছে খালেদা পরিবার। প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরি বলেছেন- আইনের মাধ্যমে এই আইনি নোটিশের মোকাবেলা করবে আওয়ামী লীগ।

যমুনা অনলাইন- এফআর।

Exit mobile version