Site icon Jamuna Television

ইট দিয়ে মাথা থেতলিয়ে মাদ্রসাছাত্রকে হত্যা

Exif_JPEG_420

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে প্রথম শ্রেণির মাদ্রাসা ছাত্র শাকিল (১০) কে ইট দিয়ে থেতলিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক রেজাউল ইসলাম (৩৮) কে গ্রেফতার করেছে। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পিতা আব্দুল কাদের বাদী হয়ে একজন আসামি করে হত্যা মামলা করেছেন। ঘাতক রেজাউল একজন চিহ্নিত মাদকাসেবী।

জানা যায়, সোমবার সকালে শাকিল মাদ্রাসায় গিয়ে সহপাঠীদের সাথে খেলছিল। এসময় রেজাউল ইসলাম সেখানে উকিঝুকি মারলে শাকিল তাকে ভিতরে আসতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল শাকিলকে ধরে মাদ্রাসার পাশে একটি চাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে শাকিলের দু’পা ধরে শূন্যে ঘোরাতে থাকে। এরপর তাকে চাতালে শুইয়ে ইটের উপর মাথা রেখে ইট দিয়ে নির্মমভাবে আঘাত করতে থাকে। গুরুতর আহত শাকিলকে প্রথমে চিলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুরের দিকে তার মৃত্যু হয়।

Exit mobile version