Site icon Jamuna Television

মিথিলা-ফাহমির ব্যক্তিগত ছবি ফাঁস করলো কারা?

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা ও নাট্য পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির দুটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, সোমবার (৪ নভেম্বর) একটি ফেসবুক গ্রুপে দুটি ছবি পোস্ট করা হয়। নিমেষেই ছবিগুলো ছড়িয়ে পড়ে। নেটিজেনরা এই ছবি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে। বলাই বাহুল্য, এর বেশিভাগই নেতিবাচক। তবে, প্রযুক্তির এই যুগে এসব ‘ছবি’ এডিট করা যায় বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ঘনিষ্ঠতা নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। টলিউড ও ঢালিউডের বাতাসে তাদের রসায়ন নিয়ে নানা গুঞ্জন- তারা নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন। যদিও বিভিন্ন সময় তারা একে বন্ধুত্ব বলছেন। এরমধ্যে, ফাহমির সাথে মিথিলার এমন ছবি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

২০০৬ সালের ৩ আগস্ট প্রেমের পরিণতি হিসেবে তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। তাহসান-মিথিলার একটি সন্তানও আছে। এরপর, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে।

Exit mobile version