Site icon Jamuna Television

খোকা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় দেশ ত্যাগে বাধ্য হয়েছিলো: খন্দকার মোশাররফ

সাদেক হোসেন খোকা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সন্ধ্যায় সাদেক হোসেন খোকার বাসায় গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের প্রতিহিংসার কারণেই তাকে বিদেশে মৃত্যু বরণ করতে হয়েছে। এসময় তিনি খোকার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছ সব ধরনের সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, মৃত সাদেক হোসেন খোকা যেন রাজনৈতিক প্রতিহিংসার উর্ধ্বে থাকেন। একজন মুক্তিযোদ্ধাকে দেশের মাটিতে সমাহিত করতে সব ধরণের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এরআগে তিনি শোকাহত পরিবাবের সব সদস্যদের সাথে কথা বলেন ও সমবেদনা জানান এবং সাদেক হোসেন খোকার রুহের মাগফেরাত কামনা করেন।

Exit mobile version