Site icon Jamuna Television

পুলিশের ওপর হামলা: ডেভেলপার মাশুক রেজাসহ তিন আসামি কারাগারে

রাজধানীর মাটিকাটায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রাইয়ান হজ্জ এজেন্সি এবং রাইয়ান রিয়েল এস্টেটের মালিক মাওলানা মাশুক রেজাকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে মহানগর হাকিম মিল্লাত হোসের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামির পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করে।
পরে উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। এ ছাড়া মাশুকের সহযোগী মাসুম বিল্লাহ ও মাসুদের এক দিনের রিমান্ড শেষে রবিবার কারাগারে পাঠায় আদালত।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর মাটিকাটায় কলেজ ছাত্রী ও তার মা কে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা এবং চেক জালিয়াতির পৃথক দু’ মামলায় পলাতক আসামি মাশুক রেজাকে গ্রেফতার করতে তার বাসায় যায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ। এ সময় মাশুক রেজার নির্দেশে তার সহযোগী মাসুম বিল্লাহ, মাসুদ ও আবুবকরের নেতৃত্বে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ওয়ারেন্ট অফিসার এসআই তানজির আহমেদসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

Exit mobile version