Site icon Jamuna Television

কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করার অধিকার আপনি রাখেন না: প্রভা

ফেসবুকে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হওয়ার পর এ নিয়ে চলছে নানা বিতর্ক। কেউ ফাহমী-মিথিলাকে এক হাত নিলেও অন্যরা বলছেন, কারো ব্যক্তিগত বিষয় ফাঁস এবং তা নিয়ে হইচই করা স্বাভাবিক আচরণ নয়।

এমন আলোচনার মধ্যে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও তার ফেসবুক একাউন্টে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার বা পোস্ট করা, এথিকালি কোন রাইট আপনি রাখেন না; বিকৃত মানসিকতার আমূল পরিবর্তন হোক….’।

হাজার দেড়েক মানুষ তাতে রিয়েকশন দেয়ার পর অবশ্য নিজের পোস্টটি তিনি সরিয়ে ফেলেন।

শুধু প্রভা নন, আরও সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই মনে করছেন কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করা আইনগত দণ্ডনীয়। এসব ছবি নিয়ে যারা অতি মাত্রায় আগ্রহ প্রকাশ করছেন তাদেরও সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে।

প্রসঙ্গত, সোমবার একটি ফেসবুক গ্রুপ থেকে মিথিলা-ফাহমির ছবিগুলো ছাড়া হয়। এরপর সেখান থেকে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।

Exit mobile version