Site icon Jamuna Television

গভীর রাতে বেরোবি’র হলে পুলিশি তল্লাশি

হঠাৎ গভীর রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দুটি আবাসিক হলের কক্ষে কক্ষে তল্লাশি চালিয়েছে পুলিশ। কোন ঘোষনা ছাড়াই এমন তল্লাশি পুলিশের পক্ষ থেকে রুটিন ওয়ার্ক দাবী করা হলেও তল্লাশির নামে হয়রানীর অভিযোগ করে ছাত্ররা বলছে, অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে থাকতে দেয়ার দাবি জানিয়ে ছাত্রলীগ ও সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার যে আল্টিমেটাম দিয়েছে তারই প্রেক্ষিতে এই পুলিশি অভিযান।

মঙ্গলবার রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শহীদ মুখতার ইলাহী হলের চারপাশ ঘিরে ফেলে পুলিশ। এরপর হলের ভেতরে ঢুকে ঘুমন্ত ছাত্রদের ডেকে প্রতিটি কক্ষ তল্লাশি করে তারা। রাত দেড়টা থেকে তিনটা পর্যন্ত তল্লাশি চলাকালে কোন কক্ষ থেকেই অবৈধ কোন অস্ত্র কিংবা বহিরাগত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গভীর রাতে ছাত্রদের হলে ঢুকে এমন তল্লাশির ঘটনায় ছাত্ররা ক্ষোভ প্রকাশ করেছে। তবে পুলিশ জানিয়েছে এটি তাদের নিয়মিত কাজের অংশ।

Exit mobile version