Site icon Jamuna Television

জরুরি সিন্ডিকেট বৈঠকে জাবি ভিসি

৯ দিন পর নিজ কার্যালয়ে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম। অবরুদ্ধ দশা থেকে মুক্ত করায় তিনি ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থী’সহ ছাত্রলীগকে। অবরুদ্ধ থেকে মুক্ত হয়ে জরুরি সিন্ডিকেট বৈঠকে বসেছেন উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম।

এর আগে, ভিসি’র বাসভবনের সামনে গতরাত থেকে অবরোধ করে আন্দোলনকারীরা। আজ বেলা ১১টার পর ভিসিপন্থিরা সেখানে গেলে শুরু হয় হট্টগোল। বেশ কিছুক্ষণ ধরে চলে হাতাহাতিও। পরে ভিসিপন্থি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা ডক্টর ফারজানা ইসলামকে বের করে আনেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধৈর্য্যর চূড়ান্ত পরীক্ষা দিয়েছে। আন্দোলনে শিবির কর্মীরা ঢুকে পড়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় বলে মন্তব্য করেন উপাচার্য।

Exit mobile version