Site icon Jamuna Television

মিথিলা-ফাহমির ফেসবুক প্রোফাইল গায়েব, ভুয়া পেইজ থেকে ছড়ানো হচ্ছে বক্তব্য

নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হ্ওয়ার পর তাদের উভয়ের ফেসবুক প্রোফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না।

সোমবার রাত থেকে ফেসবুকে পাওয়া যাচ্ছে না মিথিলাকে। মিথিলার ফেসবুক আইডি’টি ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে। তার প্রোফাইলের লিংক: https://www.facebook.com/rafiathrashid

অন্যদিকে ইফতেখার আহমেদ ফাহমির ফেসবুক প্রোফাইলও খুঁজে পাওয়া যাচ্ছে না।

তবে তার নামে একটি পেইজ থেকে নানান আপত্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে। এতে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। ১৩ হাজার ফলোয়ার থাকা পেইজটির বয়স দুই মাস। এর আগে বিভিন্ন ধরনের ‘ট্রল’ পোস্ট প্রকাশ করা হয়েছে পেইজটি থেকে।

এ বিষয়ে মিথিলার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে ফাহমির মোবাইলে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।

যদিও ফাহমির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ফেসবুকে নিজের প্রোফাইল থাকলেও তিনি কোনো পেইজ পরিচালনা করেন না।

Exit mobile version