Site icon Jamuna Television

ফাঁদসহ ৬০ হরিণ শিকারী আটক

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের সাগর পাড়ে দুবলার চরে ১০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ৩ শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবকে ঘিরে তৎপর হয়ে উঠেছে হরিণ শিকারী চক্র। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে চাঁদপাই রেঞ্জের নন্দবালা এলাকা থেকে ৩টি ট্রলার ও হরিণ শিকারের ফাঁদসহ ৬০ শিকারী আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ, দা, কুড়াল ও চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বলেন, আটক ৬০ শিকারীদের কাছে সুন্দরবনে প্রবেশের কোন পাশ পারমিট নেই। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডিএফও আরও বলেন, এবারের রাস মেলা উপলক্ষ্যে সুন্দরবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং বন ও বন্যপ্রাণি রক্ষায় বন বিভাগের সাথে নৌবাহিনী, র‌্যাব, কোস্ট গার্ড, পুলিশের পাশাপাশি বনরক্ষীরাও নিয়োজিত থাকবে।

Exit mobile version