Site icon Jamuna Television

আগামী মার্চে বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ শুরু হবে: রেলমন্ত্রী

আগামী বছরের মার্চ মাসে জাতির পিতার জন্মশত বার্ষিকীতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ শুরু হবে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় ও রেল স্টেশনসহ আশপাশের এলাকা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা জানান।

মন্ত্রী বলেন, সব দিক বিবেচনা করে সরকার বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশ দিয়ে আরেকটি রেল সেতু নির্মাণ উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যেই রেল সেতু নির্মাণে টেন্ডারসহ যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। অপেক্ষা শুধু নির্মাণ কাজ শুরুর। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে এই সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। যা আগামী ৪ বছরের মধ্যে শেষ হবে।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কেএম হোসেন আলী হাসান সহ মন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version