Site icon Jamuna Television

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
পরকীয়ার জেরে স্বামী আলহাজ সর্দারকে পিঠার সাথে ওষুধ খাইয়ে হত্যার দায়ে স্ত্রী আসমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার বেলা ১টার দিকে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন।

মামলার বিবরনীতে জানা যায়, ২০১৮ সালের ১২ জানুয়ারিতে জেলার ডাসার থানার পূর্ব বোতলা গ্রামে ছত্তার সর্দারের ছেলে আলহাজ সর্দারকে পরকীয়া প্রেমের কারণে তার স্ত্রী আসমা বেগম খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরে গলায় ফাঁস দিয়ে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় পরের দিন ডাসার থানায় নিহতের বোন সাজেদা বেগম বাদী হয়ে দুই জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্তে একজন আসামিকে অব্যাহতি দেয়। পরে আদালত মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি আসমা বেগম দোষী প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন।

Exit mobile version