Site icon Jamuna Television

পদ্মা সেতুর কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের -ফাইল ছবি

প্রতিকূল পরিস্থিতিতেও পদ্মা সেতুর কাজের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী খুশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার দুপুরে, বনানীতে সেতুভবনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

এসময়, আওয়ামী লীগ সরকার কাজ করছে আর বিএনপি বিরোধীতা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারে থাকার সময় অবকাঠামোগত দৃশ্যমান কোন মেগাপ্রকল্প করেনি। ঘরের লোকজনের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালিয়ে শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজধানীর মেগা প্রজেক্টের কাজ শেষ হলে যানজট নিয়ে অভিযোগ শুনতে হবে না।

২০২১ সালের জুন মাসে মানুষের যাতায়াতের জন্য পদ্মাসেতু খুলে দেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

Exit mobile version