Site icon Jamuna Television

স্কুলছাত্রীর ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি, যুবক গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় নবম শ্রেণির এক ছাত্রীর ছবি দিয়ে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে বিতর্কিত পোস্ট দেয়া সহ ম্যাসেঞ্জারে আপত্তিকর তথ্যপ্রেরণ করায় আজিজুল বিশ্বাস (৩০) নামে এক যুবককে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। ভূক্তভোগী ছাত্রী বাদি হয়ে ওই যুবকের নামে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের আব্দুর রশীদ বিশ্বাসের ছেলে আজিজুল বিশ্বাস দীর্ঘদিন ওই ছাত্রীর ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি ম্যাসেঞ্জারে আপত্তিকর তথ্যপ্রেরণ করছিল। ভুক্তভোগী ছাত্রী গত সোমবার লোহাগড়া থানায় ওই যুবকের নামে অভিযোগ এনে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে।

মামলার তদন্ত অফিসার এসআই মিল্টন কুমার দেবদাস মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে লক্ষ্মীপাশা এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোকাররম হোসেন জানান, আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version