Site icon Jamuna Television

সাদেক হোসেন খোকার মৃত্যুতে কাল সারা দেশে শোক পালন করবে বিএনপি

সাদেক হোসেন খোকার মৃত্যুতে কাল সারা দেশে শোক পালন করবে বিএনপি। দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের রাখা হবে সাদেক হোসেন খোকার মরদেহ।

এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে দ্বিতীয়, বিকাল তিনটায় দক্ষিণ সিটি করপোরেশন ভবনের সামনে হবে তৃতীয় জানাজা। পরে গোপীবাগে নিজ বাসা হয়ে ধুপখোলা মাঠে শেষ জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে সাদেক হোসেন খোকাকে।

Exit mobile version