Site icon Jamuna Television

উৎপাদশীলতা বাড়াতে কর্মীদের সপ্তাহে ৩ দিন ছুটি দিবে মাইক্রোসফট

প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতে কর্ম দিবস কমিয়ে সপ্তাহে চার দিন করেছে মাইক্রোসফট। তবে, প্রাথমিকভাবে শুধু জাপানেই কার্যকর হবে এ সিদ্ধান্ত। সোমবার মাইক্রোসফট এর জাপান প্রতিষ্ঠান থেকে আসে এ ঘোষণা।

এক বিবৃতিতে বলা হয়, পরিক্ষামূলকভাবে সপ্তাহে চার দিন কাজ করিয়ে প্রতিষ্ঠানটির বিক্রি এবং উৎপাদনশীলতা বেড়েছে প্রায় ৪০ শতাংশ। যদিও চার দিনের কাজের বিনিময়ে দেয়া হয়েছে সপ্তাহের পুরো বেতন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কর্ম ঘণ্টা জাপানে। গড়ে প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি সময় কাজ করেন তারা। এরপরও অতিরিক্ত সময় কাজ করেন অনেকে।

তথ্য বলছে, জাপানের এক তৃতীয়াংশ কোম্পানিতে বিনা বেতনে মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ করতে হয় একজন কর্মচারিকে।

Exit mobile version