Site icon Jamuna Television

রাখাইনে গণকবরের সন্ধান, ১০ লাশ উদ্ধার

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত একটি গ্রামে গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ১০টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মরদেহগুলো রোহিঙ্গাদের কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মিয়ানমার সেনাবাহিনী দাবি করেছেন, নিহতদের পরিচয় বের করতে তদন্ত শুরু করা হয়েছে।

গত ২৫ আগস্ট থেকে উত্তর রাখাইনে বর্বরতা রোহিঙ্গাদের ওপর শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। এতে প্রথম মাসেই ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয় বলে জানিয়েছে দাতব্য সংস্থা ডক্টরস উইথাউট বর্ডার।

পুলিশের তল্লাশি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার জেরে অভিযান শুরু করে সেনাবাহিনী। হত্যাযজ্ঞের মুখে সংখ্যালঘু লাখ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছেন। সর্বশেষ এই সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়িয়েছে।

Exit mobile version