Site icon Jamuna Television

বিজেএমসির চেয়ারম্যানসহ ১০ অতিরিক্ত সচিব বদলি

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানসহ ১০ অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি আদেশ জারি করে এই রদবদল করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, বিজিএমসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ নাসিমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

তার স্থলে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ।

এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এ কে মহিউদ্দিন আহমেদ বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মাসুদ আহমেদ।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্তীকে স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব করা হয়েছে।

পরিকল্পনা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ইফতেখার উদ্দিন খানকে একই বিভাগে পদায়ন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে ভূমি মন্ত্রণালয় এবং স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক এ বি এম আজাদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব আব্দুল হামিদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হয়েছেন।

Exit mobile version