Site icon Jamuna Television

তিন বছরেও শেষ হয়নি গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিতে হামলার মামলার কার্যক্রম

তিন বছরেও শেষ হয়নি গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার মামলার কার্যক্রম। এতে ক্ষুব্ধ নিহত-আহতের স্বজন ও ক্ষতিগ্রস্তরা।

২০১৬ সালের ৬ নভেম্বর হামলার ঘটনায় করা মামলার তদন্ত শেষে ৯০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কিন্তু হামলার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের বাদ এবং পিবিআইয়ের পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগে সেই চার্জশিট প্রত্যাখ্যান করেছেন ক্ষতিগ্রস্ত সাঁওতালরা। এ নিয়ে আদালতে নারাজি পিটিশন দাখিল করেছেন মামলার বাদী।

এদিকে চিনি কলের জমিতে নতুন করে বসতি তুলেছেন সাঁওতালরা। এ নিয়ে তাদের সাথে একাধিকবার বৈঠক করেছে স্থানীয় প্রশাসন। কিন্তু দখলদারদের সরানো যায়নি।

Exit mobile version