Site icon Jamuna Television

সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট দিয়েছে র‍্যাব। সকালে আদালতে এই অভিযোগপত্র জমা দেয় র‍্যাব।

এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়, অস্ত্রের উৎস ও অবৈধ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত মাসের শুরুর দিকে কুমিল্লা থেকে সম্রাটকে সহযোগীসহ আটক করে র‍্যাব পরে তাকে নিয়ে অফিস ও বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা করে হয় কুমিল্লা ও রমনা থানায়। সরকারের শুদ্ধি অভিযান শুরু হলে গা ঢাকা দেন যুবলীগের প্রভাবশালী এই নেতা। তবে, শেষরক্ষা হয়নি।

Exit mobile version