Site icon Jamuna Television

নিখোঁজের ৭ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের ৭ দিন পর রিতু নামে নবম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ডাকাতিয়া গ্রামের লিচু বাগানে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, গেল ৩১শে অক্টোবর রিতু খাতুন নিখোঁজ হন। পরদিন থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। মৃত্যুর পেছনে মেয়ের স্বামীকে দায়ী করেন বাবা আব্দুস সবুর। স্বামী-স্ত্রী’র কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Exit mobile version