Site icon Jamuna Television

বাংলাদেশ-ভারত টেস্টে ধারাভাষ্য দেবেন ধোনি!

চলমান ভারত-বাংলাদেশ সিরিজে মাঠের ক্রিকেটে নেই মহেন্দ্র সিং ধোনি। ২২ নভেম্বর ইডেনে অনুষ্ঠিত হবে উপমহাদেশে প্রথম দিবারাত্রির টেস্ট। আর গোলাপি বলের সেই টেস্টে ধোনিকে আমন্ত্রণ জানিয়েছে স্টার স্পোর্টস কর্তৃপক্ষ।

ইডেনে তাই আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন ধোনি। তবে তার আগে প্রয়োজন ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদন।

স্টার স্পোর্টস অবশ্য ভারতের সব সাবেক অধিনায়ককেই ধারাভাষ্যকক্ষে আনার উদ্যোগ নিয়েছে। টেস্টের প্রথম দুই দিন তাঁদের আনা হবে স্মৃতিচারণা করতে।

এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির অনুমোদনের অপেক্ষায় আছে তারা। যদি গ্রীন সিগন্যাল পেয়ে যায় তাহলে ধারাভাষ্যকক্ষে অভিষেক হয়ে যাবে ধোনির।

ইডেনে গোলাপি বলের দিবারাত্রির টেস্টকে স্মরণীয় করে রাখতে নানা ধরনের আয়োজন রাখছে ক্রিকেট অ্যাসোসিয়েশন বাংলা (সিএবি)। ভারতের সাবেক-টেস্ট অধিনায়কদের আমন্ত্রণ জানিয়েছে তারা। এছাড়া জীবিত সকল সাবেক অধিনায়ককেও জড়ো করার চেষ্টা করছে বিসিসিআই। এছাড়া আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতীয় ক্রিকেটের বড় বড় সব তারকাদের। তারা সকলে ভারতের জাতীয় সংগীতের সঙ্গে গলা মেলাবেন।

Exit mobile version