Site icon Jamuna Television

খোকার সম্মানার্থে বন্ধ থাকবে দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে বৃহস্পতিবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। আগামীকাল (বৃহস্পতিবার) বিকাল ৩টায় ডিএসসিসি’র ব্যবস্থাপনায় নগর ভবন প্রাঙ্গণে সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত হবে।

পূর্ণ দিবস ডিএসসিসি অফিস ছুটি ঘোষণা করায় কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে। বুধবার ডিএসসিসির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অবিভক্ত সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান প্রদর্শন করে কর্পোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী অফিস ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে ডিএসসিসির পক্ষ থেকে খোকার জানাজায় সর্বসাধারণের উপস্থিতির জন্য আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ২০১৯ ক্যান্সার আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদেক হোসেন খোকা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে মেয়র সাঈদ খোকন মরহুমের রূহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Exit mobile version