Site icon Jamuna Television

বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ

বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। টার্কিশ ক্লাব গালাতাসারেকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে গ্যাকটিকোরা।

সান্টিয়াগো বার্নাবুতে গালাতাসারের বিপক্ষে ৪ মিনিট থেকে শুরু মাদ্রিদের গোল উৎসব। মার্সেলোর বাড়ানো বলে রদ্রিগো এগিয়ে দেন মাদ্রিদকে। ৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এই ব্রাজিলিয়ান। ১৪ মিনিটে পেনাল্টি থেকে সার্জিও রামোস স্কোর শিটে নাম তুললে ৩-০ এর লিড পায় স্প্যানিশ জায়ান্টরা। ব্লাঙ্কোসদের পরের দুই গোল করেন করিম বেনজিমা। ৪৫ ও ৮১ মিনিটে স্কোর শিটে নাম তোলেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। ৯০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রদ্রিগো। ওয়েন রুনিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় কম বয়সি ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন ১৮ বছর ৩০১ দিন বয়সি এই ব্রাজিলিয়ান।

Exit mobile version