Site icon Jamuna Television

সেরা করদাতা যেসব তারকা

সেরা করদাতাদের ট্যাক্স কার্ড দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেজন্য ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা গেজেট আকারে প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এদের মধ্যে ৭৪ জন ব্যক্তি বাকিগুলো বিভিন্ন প্রতিষ্ঠান।

বিভিন্ন ক্যাটাগরি করে ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে। তালিকায় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সেরা করদাতা হয়েছেন আনিসুল ইসলাম হিরু, ফরিদা আক্তার ববিতা, সাকিব খান রানা।

শিল্পীদের মধ্যে পেয়েছেন তাহসান রহমান খান, মমতাজ বেগম, এস ডি রুবেল।

ট্যাক্স কার্ডধারীরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন তারা। কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

Exit mobile version