Site icon Jamuna Television

খোকার জানাজায় হাজারো মানুষ

বিএনপি নেতা সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে নয়াপল্টনে। দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে এ নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ হাজারো মানুষ অংশ নেন।

প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে জড়ো হন কয়েক হাজার মানুষ। লোকে লোকারন্য হয়ে উঠে নয়াপল্টন এলাকা।

এদিকে নয়াপল্টন থেকে ঢাকা দক্ষিণের নগর ভবনের সামনে নেয়া হয়েছে সাদেক হোসেন খোকার মরদেহ। সেখানে তৃতীয় দফা জানাজা হওয়ার কথা রয়েছে। তারপর মরদেহ নেয়া হবে খোকার নিজ বাসা গোপীবাগে। সবশেষ ধুপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে বিএনপি’র এই নেতাকে।

Exit mobile version