Site icon Jamuna Television

আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
এ্যামোনিয়া প্লান্টে ত্রুটি থাকার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানাটি চালু হতে প্রায় দুই থেকে ২/৩ দিন সময় লাগতে পারে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় কোটি টাকা মূল্যের ১২’শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।

এই ব্যাপারে আশুগঞ্জ সারকারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) ড. মোফাজ্জল হোসেন জানান, কারখানাটি অনেক পুরোনে হয়েছে। যার কারণে কারখানাটিতে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কারখানার এ্যমোনিয়া প্লান্টে কিছু ত্রুটি ধরা পড়ে। যার কারণে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ করা হয়। তবে কারখানাটির এ্যমোনিয়া প্লান্টের ত্রুটি মেরামত ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কাজ শেষ করতে অন্তত দুই থেকে ২/৩ দিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।

Exit mobile version