Site icon Jamuna Television

বুরকিনা ফাসোতে গাড়িবহরে হামলা, ৩৭ জন নিহত

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে, শ্রমিকদের গাড়িবহরে হামলা চালিয়ে কমপক্ষে ৩৭ জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবারের ঘটনায় আহত আরও ৬০ জন; নিখোঁজ অনেকে।

হতাহতরা সবাই কানাডিয়ান মালিকানাধীন স্বর্ণখনিতে কাজ করতেন।

খনি কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাপ্রহরা থাকলেও পাঁচটি বাস হামলার শিকার হয়। বোমা বিস্ফোরণের পর; এলোপাতাড়ি গুলি ছোঁড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। আশঙ্কা করা হচ্ছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।

Exit mobile version