Site icon Jamuna Television

হাসপাতাল থেকে বাসভবনে নেয়া হয়েছে নওয়াজ শরিফকে

হাসপাতাল থেকে লাহোরের বাসভবনে নেয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। যদিও, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত।

১৬ দিন হাসপাতালে থাকার পর, বুধবার নওয়াজকে বাড়িতে ফিরিয়ে নেয় পরিবার। জানা গেছে, লাহোরের বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন পাকিস্তানের ৩ বারের প্রধানমন্ত্রী।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে, উন্নত চিকিৎসার জন্য এ রাজনীতিককে লন্ডন পাঠানো হতে পারে।

দুর্নীতি এবং অর্থপাচার মামলায় সাত বছরের সাজা হলেও, অসুস্থতার কারণে গেলো রোববার জামিন পান ৬৯ বছরের নওয়াজ।

Exit mobile version