Site icon Jamuna Television

অনুপ্রবেশকারী আ’লীগে স্থান পাবে না: ওবায়দুল কাদের

অনুপ্রবেশকারী আওয়ামী লীগে স্থান পাবে না; তাদের তাড়াতে সচেষ্ট আছে দল- জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে বনানীর বিআরটিএ ভবনে সড়ক পরিবহন আইন ও জনসচেতনতা তৈরিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অন্য দলের ভেতরে কী হচ্ছে বা কেউ বের হয়ে গেলো কিনা, তা দেখার সময় নেই আওয়ামী লীগের নেই।

মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইনের বিধিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। এই আইন সম্পর্কে সবাইকে সচেতন করতে আরো সাতদিন সতর্কতামূলক কার্যক্রম চলবে। তবে, এখনই আইন প্রয়োগ করা হবে না বলে জানান ওবায়দুল কাদের।

Exit mobile version