Site icon Jamuna Television

চুরি ধরে ফেলায় চোরের পিটুনিতেই নিহত সাইকেল মালিক

বাই-সাইকেল চোর বখাটেদের হাতে নাতে ধরে ফেলায় উল্টো তাদের পিটুনিতে মারা গেছেন সাইকেল মালিক মো: সোহেল।

এ ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার চাঁদনগর এলাকায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, গত বুধবার চাঁদনগর মহল্লার মো: সোহেল বাসার দরজার কাছে সাইকেল রেখে ভিতরে যায়। ফিরে এসে দেখে বখাটেরা সাইকেল নিয়ে সটকে পড়ছে। সোহেল তাদের আটক করে চোর চোর বলে চিৎকার করলে বখাটেরা হকিস্টিক আর রড দিয়ে সোহেলকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সৈয়দপুর হাসপাতালে নিয়ে গেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেলে সে মারা যায়।

নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার হবে।

Exit mobile version