Site icon Jamuna Television

একনজরে বিএনপির প্রার্থী বাবলা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী কাওছার জামান। তিনি দলের মহানগর কমিটির সহ সভাপতি। হলফনামার তথ্য অনুযায়ি, ১৯৫৪ সালের ২৩ ফেব্রুয়ারি আলী আকবর ও সামছুন নাহার দম্পত্তির ঘরে জন্ম কাওছার জামানের। ৭ ভাই দুই বোনের পর জন্ম বাবলার। মাহিগঞ্জ সরকারি স্কুলে শিক্ষাজীবন শুরু। কারমাইকেল থেকে স্নাতকের পর ১৯৯৭ সালে বিএনপির রাজনীতির সাথে জড়ান।

২০১২ সালে সিটি নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যক্ষ রাজনীতিতে আসেন কাওছার জামান। করপোরেশনের প্রথম নির্বাচনে স্বতন্ত্র হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। ২০১৫ সালে মহানগর বিএনপির সহসভাপতি নির্বাচিত হন।

বাবলার মূল পরিচিতি ব্যবসায়ী হিসেবে। কৃষিখাতে কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক অবদান রেখেছেন। বর্তমানে তিনি অ্যাজক্স জুট মিলের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

Exit mobile version