Site icon Jamuna Television

অভিনয়ে অমিতাভের ৫০ বছর, অভিষেকের আবেগঘন পোস্ট

বলিউডের অভিনয় জীবনের ৫০ বছরে পা দিলেন বিগ-বি। আর তা নিয়েই ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন ছেলে অভিষেক।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অমিতাভের ফেলে আসা দিনের এক সাদা-কালো ছবি শেয়ার করে অভিষেক।

পোস্টে অভিষেক লিখেছেন, ‘ছেলে হিসেবে নয়, একজন অভিনেতা এবং অনুরাগী হিসেবে কথাগুলো লিখছি… তোমার অভিনয় চাক্ষুষ দেখতে পেয়ে আমরা ধন্য। তোমার থেকে অনেক কিছু শেখার রয়েছে। সিনেমাপ্রেমীদের বিভিন্ন প্রজন্ম গর্বের সঙ্গে বলতে পারে, হ্যাঁ, আমরা অমিতাভের সময়ে জন্মেছি। পা (বাবা), ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৫০-এ পা রাখার জন্য তোমায় অনেক অনেক অভিনন্দন। আগামী ৫০ বছরের জন্যও অপেক্ষায় রয়েছি আমরা।’

মনছোঁয়া এই পোস্টে কমেন্ট করেছেন হাজারও অনুরাগী। ১৯৬৯-এর ৭ নভেম্বর ‘সাত হিন্দুস্থানি’ ছবি দিয়ে বলিউডে শুরু অমিতাভের। এরপর ১৯৭০-এ ‘জনজির’, ‘দিওয়ার’, ‘শোলে’-র মতো সিনেমা দিয়ে বলি টাউনে নিজের ঘাঁটি ক্রমশ পাকা করতে থাকেন তিনি। এরপর আর পিছনে তাকাতে হয়নি। ঝুলিতে আসতে থাকে একের পর এক ব্লকব্লাস্টার।

এই পঞ্চাশ বছরে অমিতাভ পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকের মতো পুরস্কার। এছাড়া পেয়েছেন লাখো ভক্তের ভালবাসা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Exit mobile version