Site icon Jamuna Television

জাবি উপাচার্যের পক্ষ নিয়ে আন্দোলনকারীদের হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ইস্যুতে উপাচার্যের পক্ষ নিয়ে আন্দোলকারীদের হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, উপাচার্যের দুর্নীতি প্রমাণিত হলেও প্রধানমন্ত্রী তার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি আরও বলেন, জনগণের দৃষ্টি আড়াল করতে শুদ্ধি অভিযানের নাটক করছে সরকার। প্রকৃতপক্ষে এই অভিযানে গডফাদাররা কেউ গ্রেফতার হয়নি।

এসময় সাদেক হোসেন খোকার পাসপোর্ট ইস্যুতেও কথা বলেন রিজভী আহমেদ। অভিযোগ করেন, প্রধানমন্ত্রী চাননি বলেই প্রয়াত এই নেতার পাসপোর্ট নবায়ন হয়নি। এর মাধ্যমে একজন মুক্তিযোদ্ধাকে অবমাননা করে মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Exit mobile version