Site icon Jamuna Television

নাগপুরে পাপন-গাঙ্গুলি বৈঠক!

বাংলাদেশ-ভারতের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে নাগপুরে। আগামী রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ওই ম্যাচ দেখতে যাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে এক সৌজন্য সাক্ষাত হওয়া কথা রয়েছে। তবে সূত্র বলছে, ওই সাক্ষাতটিই আনুষ্ঠানিক বৈঠকে রূপ নিতে পারে।

ধারণা করা যাচ্ছে, আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেনসে বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের ব্যাপারেই আলোচনা করবেন দুই বোর্ড প্রধান। সে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে নানান আয়োজনের কথা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। হয়তো সে ব্যাপারেই কথা বলতে অনানুষ্ঠানিক বৈঠকে বসবেন পার্শ্ববতী দুই দেশের ক্রিকেট প্রধান।

Exit mobile version