Site icon Jamuna Television

নিজেদের দুর্নীতির কারণেই সরকারের পতন হবে: মওদুুদ আহমদ

নিজেদের দুর্নীতির কারণেই সরকারের পতন হবে; এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সকালে প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত সাদেক হোসেন খোকার স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দুর্নীতি শাখা প্রশাখায় ছড়িয়ে গেছে। তাই সরকারের ব্যর্থতার মধ্যেই ভরাডুবি হবে।

মওদুদ আহমদ বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে এখন বিচারবিভাগের স্বাধীনতা নেই।

একই অনুষ্ঠানে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, খালেদা জিয়ার মুক্তি দিতে সরকার যত দেরি করছে ততই তার জনপ্রিয়তা বাড়ছে।

Exit mobile version