Site icon Jamuna Television

রাসমেলা বাতিল, সুন্দরবনে প্রবেশ বন্ধের ঘোষণা

আগামী রোববারে সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত হতে যাওয়া রাসমেলা বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বৈরী আবহাওয়া তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বনবিভাগ কর্তৃক বাতিলের সিদ্ধান্ত রাসমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু শন্তু নিশ্চিত করেছেন।

এছাড়া ‘বুলবুলের’ কারণে সুন্দরবনে পর্যটকদের প্রবেশও বন্ধ ঘোষণা করা হয়েছে। বাগেরহাট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা থেকে সুন্দরবন বিভাগকে সব ধরনের পাস-পারমিট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কার্তিক-অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে প্রতিবছর সুন্দরবনের ‘দুবলার চরে’ এই রাস মেলায় হাজার হাজার পুণ্যার্থী আর পর্যটক ভিড় করে। তিন দিনের এই মেলা ১০ নভেম্বর শুরু হওয়ার কথা ছিলো। তবে মেলা বাতিল হলেও পূর্ণিমার দিন শুধু পূজা অনুষ্ঠিত হবে।

রাসমেলা মণিপুরীদের প্রধান উৎসব হলেও বাঙ্গালি হিন্দু সম্প্রদায় বিভিন্ন স্থানে এ উৎসব পালন করে থাকে। ‘রাসলীলা’ নামেও পরিচিত এ উৎসব কার্তিক-অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, সুন্দবনের দুবলার চর এবং কুয়াকাটা সমুদ্র সৈকতেও পালিত হয়।

Exit mobile version