Site icon Jamuna Television

ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আসাদুল হক ইপু নামের এক মোটরসাইকেল আরোহী ও তার ছেলে সোহান নিহত হয়েছে। এ ঘটনায় সঙ্গে থাকা আসাদুলের স্ত্রী রেশমা আক্তার আহত হয়েছেন। দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে করে কেরানীগঞ্জের বাগমারা এলাকায় যাওয়ার পথে রোহিতপুর কুড়াহাটি এলাকায় পৌঁছানোর পর একটি ট্রাক আসাদুলের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তখন তিনজনই ছিটকে পড়েন। পরে আহত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক আসাদুল ও সোহানকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version